Friday, January 4, 2013

তৃতীয় শ্রেণি শব্দার্থ-০৭

ঘুড়ি

গোধুলি- সূর্য ডোবার সময়।
হোঁচট- চলার সময় পা আটকে যাওয়া।
চাল-কৌশল।

স্টিমারের সিটি

ভ্রমণ- বেড়ানো।
অভিজ্ঞতা- দেখা ও জানার মাধ্যমে লাভ করা জ্ঞান।
প্রশস্ত- চওড়া । প্রসারিত। বিস্তৃত।
তলদেশ- যে অংশ সবচেয়ে নিচে অবস্থিত।
যাত্রী- যাতায়াত করে এমন। যাত্রাকারী।
শ্যামল- শ্যাম বা সবুজ বর্ণের।
শস্য- ফসল।
বিস্তীর্ণ- বিশাল। বিরাট।
জলধারা- জলের ধারা বা প্রবাহ।
মনোরম- সুন্দর। মনোজ্ঞ। রমনীয়।
পণ্য- বিক্রির জন্য তৈরি দ্রব্য।
কাপ্তান- জাহাজের পরিচালক।
উত্তাল- অত্যন্ত আলোড়িত, তরঙ্গময়।
নদীবন্দর-নদী তীরবর্তী বন্দর।

বড় কে?

কঠিন- শক্ত।
ব্যাপার- বিষয়, কাজ।
হিতাহিত- ভালোমন্দ।
অহংকার- বড়াই।

নিরাপদে চলা

বার্ষিক- বছর বিষয়ক। প্রতি বছরের শেষে হওয়া।
চৌরাস্তা- চারটি রাস্তা মিলেছে যেখানে।
ব্রিজ- সেতু। পুল।
বোর্ড- ফলক। রাস্তায় চলাচলের নিয়ম লেখা ফলক।
সরব- শব্দ করে। আওয়াজ করে।
নির্দিষ্ট- নির্ধারিত।
নাগরদোলা- এক রকমের দোলনা।
সতর্ক- সাবধান।

শিশুপার্ক- শিশুদের আনন্দ করার জায়গা।
ট্রাফিক লাইট- নিয়মমাফিক যানবাহন চলাচলের জন্য বাতি।
ফুটওভার ব্রিজ- রাস্তার ওপরে পায়ে চলাচলের উঁচু সেতু।
জেব্রাক্রসিং- সাদা কালো দাগকাটা রাস্তা পারাপারের জায়গা।
লেভেলক্রসিং- রেলপথ ও সড়ক মেশার জায়গা।
ফ্লাইওভার- উড়ালসেতু। রাস্তার ওপর দিয়ে যানবাহন চলাচলের সেতু।



No comments:

Post a Comment