Friday, February 1, 2013

তৃতীয় শ্রেণি-বাংলা পৃ-১৩ ৫নং

৫।
ক. শিমুল বকুল পারুল- এদের পরিচয় কী?
উ: শিমুল, বকুল ও পারুলের পরিচয়-এরা রাজার মেয়ে।
খ. মেয়েদের কাছে রাজার প্রশ্নটা কী ছিল?
উ: মেয়েদের কাছে রাজার প্রশ্নটা ছিল, 'কে তাকে  কী রকম ভালোবাসে?'
গ. শিমুল ও বকুলের উত্তর শুনে রাজার কেমন লাগল?
উ: শিমুল ও বকুলের উত্তর শুনে রাজার খুশি হয়ে মুচকি হাসল।
ঘ. তোমাকে আমি নুনের মতো ভালোবাসি। একথা কে বলেছিল?
উ: তোমাকে আমি নুনের মতো ভালোবাসি। একথা পারুল বলেছিল।
ঙ. রাজা ছোট কন্যাকে কী করলেন?
উ: রাজা ছোট কন্যাকে বনবাসে পাঠালেন।
চ. বনে রাজার মেয়েকে কারা ফলমূল এনে দিল?
উ: বনে রাজার মেয়েকে পরীরা ফলমূল এনে দিয়েছিল।
ছ. রাজা কেন বনে গিয়েছিলেন?
উ: রাজা বনে গিয়েছিলেন শিকার করার জন্যে।
জ. রাজার খাবার ব্যবস্থা করল কে?
উ: রাজার খাবারের ব্যবস্থা করল রাজার ছোট মেয়ে পারুল।
ঝ. খাবার মুখে দিয়ে রাজা রাগ করলেন কেন?
উ: খাবার মুখে দিয়ে রাজা রাগ করলেন। কারণ খাবার বিস্বাদ হয়েছে।
ঞ. তিনি কীভাবে নিজের ভুল বুঝতে পারলেন?
উ: নুন ছাড়া খাবার খেয়ে তিনি নিজের ভুল বুঝতে পারলেন।
ট. রাজার রাজ্যে আবার সুখ এলো কেন?
উ: পারুল বনবাস থেকে ফিরে আসায় রাজার রাজ্যে আবার সুখ ফিরে এলো।
 

4 comments: