Friday, February 1, 2013

তৃতীয় শ্রেণি-বাংলা পৃ-১৩, ৬নং

৬ ।

ক. কার উত্তর শুনে রাজার মুখ কালো হয়ে গেল?
উত্তর: পারুলের উত্তর শুনে রাজার মুখ কালো হয়ে গেল।
খ. রাজা কী হুকুম দিলেন?
উত্তর: রাজা পারুলকে বনবাসে পাঠাতে হুকুম দিলেন।
গ. বনবাস বলতে কী বোঝায়?
উত্তর: বনবাস বলতে বনে বাস করাকে বোঝায়।
ঘ. পারুলের সঙ্গে দেখা করতে কারা এলো?
উত্তর: পারুলের সঙ্গে দেখা করতে বনের পশু-পাখিরা এলো।
ঙ. পারুল রাজ্যে ফিরে আসায় কারা খুশি হলো?
উত্তর: পারুল রাজ্যে ফিরে আসায় রাজ্যের সবাই খুশি হলো।
চ. তোমার জানা কয়টি ফুলের নাম লিখ।
উত্তর: আমার জানা কয়টি ফুলের নাম হল: গোলাপ, জবা, শাপলা, শিমুল ও রজনীগন্ধা ফুল।
ছ. কী না দেওয়ায় খাবার বিস্বাদ হয়েছিল?
উত্তর: নুন না দেওয়ায় খাবার বিস্বাদ হয়েছিল।

No comments:

Post a Comment