Showing posts with label বাংলা. Show all posts
Showing posts with label বাংলা. Show all posts

Friday, February 1, 2013

তৃতীয় শ্রেণি-বাংলা পৃ-১৭ ৪নং

আমাদের এই বাংলাদেশ

৪।

ক. সূর্য ওঠার পূর্বদেশ কোনটি?
উ: সূর্য ওঠার পূর্বদেশ বাংলাদেশ।
খ. কোন দেশ বীরের দেশ?
উ:  বাংলাদেশ বীরের দেশ।
গ. কোন দেশ নদীর দেশ?
উ: বাংলাদেশ নদীর দেশ।
ঘ. কে মাতৃভাষা শেখালেন?
উ: মা মাতৃভাষা শেখালেন।
ঙ. মায়ের ভাষাকে মিষ্টি বলা হয়েছে কেন?
উ: মা মায়ের ভাষা শিখিয়েছেন। তাই মায়ের ভাষাকে মিষ্টি বলা হয়েছে।
 

তৃতীয় শ্রেণি-বাংলা পৃ-১৩ ৫নং

৫।
ক. শিমুল বকুল পারুল- এদের পরিচয় কী?
উ: শিমুল, বকুল ও পারুলের পরিচয়-এরা রাজার মেয়ে।
খ. মেয়েদের কাছে রাজার প্রশ্নটা কী ছিল?
উ: মেয়েদের কাছে রাজার প্রশ্নটা ছিল, 'কে তাকে  কী রকম ভালোবাসে?'
গ. শিমুল ও বকুলের উত্তর শুনে রাজার কেমন লাগল?
উ: শিমুল ও বকুলের উত্তর শুনে রাজার খুশি হয়ে মুচকি হাসল।
ঘ. তোমাকে আমি নুনের মতো ভালোবাসি। একথা কে বলেছিল?
উ: তোমাকে আমি নুনের মতো ভালোবাসি। একথা পারুল বলেছিল।
ঙ. রাজা ছোট কন্যাকে কী করলেন?
উ: রাজা ছোট কন্যাকে বনবাসে পাঠালেন।
চ. বনে রাজার মেয়েকে কারা ফলমূল এনে দিল?
উ: বনে রাজার মেয়েকে পরীরা ফলমূল এনে দিয়েছিল।
ছ. রাজা কেন বনে গিয়েছিলেন?
উ: রাজা বনে গিয়েছিলেন শিকার করার জন্যে।
জ. রাজার খাবার ব্যবস্থা করল কে?
উ: রাজার খাবারের ব্যবস্থা করল রাজার ছোট মেয়ে পারুল।
ঝ. খাবার মুখে দিয়ে রাজা রাগ করলেন কেন?
উ: খাবার মুখে দিয়ে রাজা রাগ করলেন। কারণ খাবার বিস্বাদ হয়েছে।
ঞ. তিনি কীভাবে নিজের ভুল বুঝতে পারলেন?
উ: নুন ছাড়া খাবার খেয়ে তিনি নিজের ভুল বুঝতে পারলেন।
ট. রাজার রাজ্যে আবার সুখ এলো কেন?
উ: পারুল বনবাস থেকে ফিরে আসায় রাজার রাজ্যে আবার সুখ ফিরে এলো।
 

তৃতীয় শ্রেণি-বাংলা পৃ-১৩, ৬নং

৬ ।

ক. কার উত্তর শুনে রাজার মুখ কালো হয়ে গেল?
উত্তর: পারুলের উত্তর শুনে রাজার মুখ কালো হয়ে গেল।
খ. রাজা কী হুকুম দিলেন?
উত্তর: রাজা পারুলকে বনবাসে পাঠাতে হুকুম দিলেন।
গ. বনবাস বলতে কী বোঝায়?
উত্তর: বনবাস বলতে বনে বাস করাকে বোঝায়।
ঘ. পারুলের সঙ্গে দেখা করতে কারা এলো?
উত্তর: পারুলের সঙ্গে দেখা করতে বনের পশু-পাখিরা এলো।
ঙ. পারুল রাজ্যে ফিরে আসায় কারা খুশি হলো?
উত্তর: পারুল রাজ্যে ফিরে আসায় রাজ্যের সবাই খুশি হলো।
চ. তোমার জানা কয়টি ফুলের নাম লিখ।
উত্তর: আমার জানা কয়টি ফুলের নাম হল: গোলাপ, জবা, শাপলা, শিমুল ও রজনীগন্ধা ফুল।
ছ. কী না দেওয়ায় খাবার বিস্বাদ হয়েছিল?
উত্তর: নুন না দেওয়ায় খাবার বিস্বাদ হয়েছিল।

Thursday, January 10, 2013

পঞ্চম বাংলা শব্দার্থ-০১

এই দেশ এই মানুষ

সৌভাগ্য- ভালো ভাগ্য।
সীমান্ত- শেষ প্রান্ত।
সংখ্যাগরিষ্ঠ- সংখ্যায় সবচেয়ে বেশি এমন।
দৈনন্দিন- প্রতিদিনের।
বৈচিত্র্য- বিভিন্নতা।
সুখ্যাতি- সুনাম, প্রশংসা।
বেলাভুমি-সমুদ্রের তীরে বালুময় স্থান।
প্রান্তর- মাঠ, জনবসতি নেই এমন বিস্তীর্ণ স্থান।
স্বজন- নিজের লোক, আত্নীয়, বন্ধুবান্ধব।
সার্থক-সফল।
জনপদ- লোকজনের বসতি রয়েছে এমন জায়গা।

ফেব্রুয়ারির গান

Friday, January 4, 2013

তৃতীয় শ্রেণি শব্দার্থ-০৭

ঘুড়ি

গোধুলি- সূর্য ডোবার সময়।
হোঁচট- চলার সময় পা আটকে যাওয়া।
চাল-কৌশল।

স্টিমারের সিটি

ভ্রমণ- বেড়ানো।
অভিজ্ঞতা- দেখা ও জানার মাধ্যমে লাভ করা জ্ঞান।
প্রশস্ত- চওড়া । প্রসারিত। বিস্তৃত।

তৃতীয় শ্রেণি শব্দার্থ-০৬

আদর্শ ছেলে

আদর্শ-অনুসরণীয়। মেনে চলার যোগ্য।
কবে- কখন।
বল - শক্তি।
তেজ- শক্তি। জোর।
পণ- প্রতিজ্ঞা। শপথ।
চেতনা- জ্ঞান। বোধ।
খাটা- পরিশ্রম করা।
কল্যাণ-মঙ্গল। ভালো।

একজন পটুয়ার কথা

তৃতীয় শ্রেণি শব্দার্থ-০৫

পাখপাখালির কথা

পাখপাখালি- ছোট বড় নানা জাতের পাখি।
গাছগাছালি- নানা ধরনের গাছ ও লতা।
প্রতিবেশী- পড়শি। কাছাকাছি বসবাস করে যারা।
পালক- পাখির শরীর বা পাখার আবরণ।
প্রতিবাদ- আপত্তি, বিরোধিতা।
পোঁচ- মাখানো, লেপা।
ছোপ- দাগ। রং।
লড়াকু- যোদ্ধা। যুদ্ধ করতে দক্ষ।
ঝুঁটি- খোঁপা। মাথার ওপরে গোছা করে বাঁধা চুল।
শখ- পছন্দ। আগ্রহ।
ঝাঁক- দল। পাল।
তাঁতি- (কাপড়) বোনে যে।
ঝলক- ঢেউ। তরঙ্গ।
ঝলমল- উজ্জ্বল। চকচকে।

আমাদের গ্রাম

তৃতীয় শ্রেণি শব্দার্থ-০৪

তালগাছ

সাধ- ইচ্ছা।
থ্থর- থর থর।
পত্তর- পাতা।
ফেরে- ফিরে আসা।
ফেরে তার মনটি- তার ইচ্ছে বদলে যায়।
আরবার- আরেক বার।


একাই একটি দুর্গ

অধিনায়ক- দলপতি। দলনেতা।
পরিখা- শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্যে মাটির মধ্যে তৈরি গর্ত।
স্বস্তি- চিন্তা থেকে মুক্তি।
ঈশান কোণ- উত্তর ও পূর্ব দিকের মাঝামাঝি কোণ।
নির্বিঘ্নে- নিরাপদে। বাধাহীনভাবে।

তৃতীয় শ্রেণি শব্দার্থ-০৩

স্বাধীনতা দিবসকে ঘিরে

স্বাধীনতা- বাধাহীনতা, মুক্তি।
পিরিয়ড- বেঁধে দেওয়া সময়।
পরিষ্কার- সাফ।
অপেক্ষা- প্রতীক্ষা। সবুর।
যত্ন- সেবা। আদর।
আর্টবোর্ড- ছবি আঁকার শক্ত কাগজ।

তৃতীয় শেণি শব্দার্থ-০২

ভাষা শহিদদের কথা

বসন্তকাল- বাংলাদেশের একটি ঋতু।
থমথমে- বিপদের ভয়ে নীরব অবস্থা।
মিছিল- শোভাযাত্রা।
টগবগে- গরম হয়ে ওঠা, রাগে উত্তেজিত হয়ে ওঠা।
বেপরোয়া- ভয়হীন । কোনো বাধা নিষেধ মানে না এমন।
হাসপাতাল- চিকিৎসালয়।
ব্যবসায়- কারবার। বাণিজ্য।
কৃষিকাজ- চাষের কাজ, চাষাবাদ।

তৃতীয় শেণি শব্দার্থ-০১

হাটে যাব

নিঘাটা-যেখানে ঘাট নেই
কড়ি নেই কড়া নেই- টাকাপয়সা নেই

রাজা ও তাঁর তিন কন্যা

জবাব- উত্তর
হাসির রেখা- হাসির চিহ্ন

Tuesday, December 25, 2012

তৃতীয় শ্রেণি শব্দার্থ-৩

মেঘনা

তৃতীয়- তিন-এর পূরণবাচক শব্দ
স্টিমার- যন্ত্রচালিত জলযান
লঞ্চ- যন্ত্রচালিত ছোট কিংবা মাঝারি জলযান
বিলি কাটা- চুলকে হাতের আঙুল দিয়ে নেড়ে দেওয়া
অবস্থিত- থাকা, আছে, রয়েছে
ছাড়িয়ে- পার হয়ে
স্রোত- ধারা, প্রবাহ
মেশে- মিশে যায়
বিশাল- খুব বড়

তৃতীয় শ্রেণি শব্দার্থ-২

মুক্তিসেনা-সুকুমার বড়ুয়া

মুক্তিসেনা - দেশকে স্বাধীন করার জন্য যিনি যুদ্ধ করেন, মুক্তিযোদ্ধা
ধন্য- প্রশংসা পাওয়ার যোগ্য
অস্ত্র- হাতিয়ার
মাতৃভূমি- জন্মভূমি
বাজি- পণ, প্রতিজ্ঞা
শহীদ- ন্যায় ও সত্যের জন্য যিনি জীবন দেন, ন্যায়যুদ্ধে নিহত হন
গাজি- ন্যায় ও সত্যের জন্য যুদ্ধ করে যিনি জয়ী হন, যুদ্ধজয়ী
ভিনদেশি- বিদেশি, ভিন্নদেশি
পণ্য- কেনাবেচার জিনিস

তৃতীয় শ্রেণি শব্দার্থ-১

প্রার্থনা-সুফিয়া কামাল

মোনাজাত- আল্লাহর কাছে প্রার্থনা, আবেদন
রহিম- দয়ালু
রহমান-করুণাময়
ধরণী- পৃথিবী
মোদের- আমাদের
কণ্ঠ- গলা
স্বজন- আপনজন, আত্নীয়
সৎ পথ- ভালো পথ
মমতা- দরদ , ভালোবাসা

বাংলাদেশ

Thursday, December 20, 2012

প্রশ্ন উত্তর দ্বিতীয়-বাংলা

আমাদের চারপাশের লোকজন

১. ধান থেকে আমরা কী পাই?
- ধান থেকে আমরা চাল পাই।
২. রিকশাওয়ালা কাদের নিয়ে যাচ্ছে?
-রিকশাওয়ালা যাত্রীদের নিয়ে যাচ্ছে।
৩. ঢেঁকিতে ওরা কী করছে?
-ঢেঁকিতে ওরা ধান ভানছে।
৪. ডাকপিওন কী করে?
- ডাকপিওন চিঠি বিলি করে।

দ্বিতীয় শ্রেণি যুক্তবর্ণ-১

মুহম্মদ (স)-ম্ম=ম+ম আম্মা, সম্মত
শত্রু-ত্র = ত+র-ফলা ছাত্র, পত্র, পাত্র
কিন্তু-ন্তু=ন+ত+উ-কার জন্তু, তন্তু
প্রবেশ-প্র= প+র-ফলা প্রচুর, প্রভাত
লম্বা-ম্ব= ম+ব হাম্বা, কম্বল

সুয্যি-য্য= য+য-ফলা শয্যা

পরিষ্কার-ষ্ক=ষ+ক আবিষ্কার, দুষ্কর
বৃষ্টি-বৃ=ব+ঋ-কার বৃথা, বৃক্ষ      ষ্ট=ষ+ট মিষ্টি, কষ্ট
কৃষ্ণচূড়া-কৃ= ক+ঋ-কার দৃষ্টি, সৃষ্টি   ষ্ণ=ষ+ণ তৃষ্ণা, উষ্ণ
বিচিত্র-ত্র=ত+র-ফলা ছাত্র, পাত্র


 

শব্দার্থ-দ্বিতীয়

ছড়া

বাদলা-বর্ষা
ঢাকি-ঢাক বাজায় যে
কড়কড়ে-শক্ত, নতুন
পায়রা-কবুতর
খোপ-বাসা
মজলিশ- আসর