Tuesday, December 25, 2012

তৃতীয় শ্রেণি শব্দার্থ-৩

মেঘনা

তৃতীয়- তিন-এর পূরণবাচক শব্দ
স্টিমার- যন্ত্রচালিত জলযান
লঞ্চ- যন্ত্রচালিত ছোট কিংবা মাঝারি জলযান
বিলি কাটা- চুলকে হাতের আঙুল দিয়ে নেড়ে দেওয়া
অবস্থিত- থাকা, আছে, রয়েছে
ছাড়িয়ে- পার হয়ে
স্রোত- ধারা, প্রবাহ
মেশে- মিশে যায়
বিশাল- খুব বড়

বঙ্গোপসাগর- বাংলাদেশের দক্ষিণে অবস্থিত সাগর
মালবাহী- মাল বহনকারী
তেলবাহী- তেল বহনকারী
জলপথ- জলের পথ
জলযান- পানিতে চলে যে যান
তো- নিশ্চয়তাসূচক শব্দ
যাত্রী- গমনকারী, যারা যায়
পাল- নৌকার মাস্তুলে লাগানো কাপড়
শুশুক- এক ধরনের জলজন্তু


চল্‌ চল্‌ চল্‌ - কাজী নজরুল ইসলাম

ঊর্ধ্ব- ওপরের দিক
গগন- আকাশ
মাদল- ঢোলের মতো বাদ্যযন্ত্র
নিম্নে- নিচে
উতলা- ব্যাকুল, অস্থির
ধরণী- পৃথিবী
অরুণ- সকালের সূর্য
প্রাতে - সকালে
ঊষা- ভোরবেলা
প্রভাত- সকাল
টুটাব- ভাঙব, দূর করব
তিমির- অন্ধকার
বিন্ধ্যাচল- বিন্ধ্য পর্বত
নবীন- নতুন
সজীব- সতেজ, জীবন্ত
মহাশ্মশান- মৃতদেহ পোড়ানোর বড় জায়গা

 

No comments:

Post a Comment