Tuesday, December 25, 2012

তৃতীয় শ্রেণি শব্দার্থ-২

মুক্তিসেনা-সুকুমার বড়ুয়া

মুক্তিসেনা - দেশকে স্বাধীন করার জন্য যিনি যুদ্ধ করেন, মুক্তিযোদ্ধা
ধন্য- প্রশংসা পাওয়ার যোগ্য
অস্ত্র- হাতিয়ার
মাতৃভূমি- জন্মভূমি
বাজি- পণ, প্রতিজ্ঞা
শহীদ- ন্যায় ও সত্যের জন্য যিনি জীবন দেন, ন্যায়যুদ্ধে নিহত হন
গাজি- ন্যায় ও সত্যের জন্য যুদ্ধ করে যিনি জয়ী হন, যুদ্ধজয়ী
ভিনদেশি- বিদেশি, ভিন্নদেশি
পণ্য- কেনাবেচার জিনিস
তরে- জন্য
ঘায়েল- কাবু, পরাজিত
হানাদার- আক্রমণকারী
শ্রমিক- মজুর, মেহনতি মানুষ
কিষাণ- কৃষক
নিশান- পতাকা
ইতিহাস- অতীত ঘটনার বিবরণ
গণ্য- গণনার যোগ্য, স্বীকৃতির যোগ্য

খলিফা হযরত আবু বকর (রা)

বংশ- কুল
গোত্র- গোষ্ঠী
খলিফা- খেদমতকার
সাহাবী- সাথী
অসাধারণ- যা সাধারণ নয়
নবুয়ত- আল্লাহর বাণী প্রচারের জন্য আদেশ পাওয়া
ক্রীতদাস- কেনা গোলাম
হযরত মুহম্মদ (স)- নবীজি, নবী, মহানবী
মহৎ- উদার
আদর্শ- নীতি, ন্যায়

স্বাধীনতার সুখ- রজনীকান্ত সেন

স্বাধীনতা-অন্যের অধীনে না থাকা, অবাধ
সুখ- আরাম
কুঁড়ে ঘর- ঘাস, পাতা বা খড় দিয়ে তৈরী ছোট ঘর
শিল্প- কারুকর্ম, বিভিন্ন জিনিস সুন্দরভাবে গড়া
বড়াই- গৌরব, বাহাদুরি
অট্টালিকা- পাকা বাড়ি, দালানকোঠা
সন্দেহ- সংশয়, অনিশ্চয়তা
খাসা- চমৎকার, উত্তম
 

No comments:

Post a Comment