Thursday, December 20, 2012

প্রশ্ন উত্তর দ্বিতীয়-বাংলা

আমাদের চারপাশের লোকজন

১. ধান থেকে আমরা কী পাই?
- ধান থেকে আমরা চাল পাই।
২. রিকশাওয়ালা কাদের নিয়ে যাচ্ছে?
-রিকশাওয়ালা যাত্রীদের নিয়ে যাচ্ছে।
৩. ঢেঁকিতে ওরা কী করছে?
-ঢেঁকিতে ওরা ধান ভানছে।
৪. ডাকপিওন কী করে?
- ডাকপিওন চিঠি বিলি করে।


ছবিতে কথা

১. কে বাইরে যাবেন?
- দাদু বাইরে যাবেন।
২. কে একা দাঁড়িয়ে আছে?
-মীনা একা দাড়িয়ে আছে।
৩. কে বাড়ি এসেছেন?
-বড় ফুফু বাড়ি এসেছেন।
৪. কাকে হাত পা ধোওয়ার পানি ঢেলে দিই?
- নানিকে হাত-পা ধোওয়ার পানি ঢেলে দিই।

ছড়া

১. লাটিম ঘোরার সময় কেমন আওয়াজ করে?
- লাটিম ঘোরার সময় বন বন আওয়াজ করে।
২. মেঘের আওয়াজ কেমন?
-মেঘের আওয়াজ গুড়ুমগুড়ুম।
৩. দুধ-কলা আর ভাত মিশিয়ে খেতে কোন আওয়াজ হয়?
-দুধ-কলা আর ভাত মিশিয়ে খেতে চড়াৎ চড়াৎ আওয়াজ হয়।
৪. বিয়েবাড়ির আওয়াজ কেমন?
- বিয়েবাড়ির আওয়াজ গম গম গম।
৫. পায়রা কেমন শব্দ করে ডাকে?
- পায়রা বকম বকম ডাকে।
৬. বিড়ালছানার আওয়াজ কেমন?
-বিড়ালছানার আওয়াজ ম্যাও ম্যাও ম্যাও।
৭. দু দিনের খুকু কেমন করে কাঁদে?
- দু দিনের খুকু ওঁয়াও ওঁয়াও করে কাঁদে।


 

No comments:

Post a Comment