Friday, January 4, 2013

তৃতীয় শেণি শব্দার্থ-০১

হাটে যাব

নিঘাটা-যেখানে ঘাট নেই
কড়ি নেই কড়া নেই- টাকাপয়সা নেই

রাজা ও তাঁর তিন কন্যা

জবাব- উত্তর
হাসির রেখা- হাসির চিহ্ন

অস্থির- চঞ্চল
হুকুম- আদেশ
বনবাসে- বনে বাস করার জন্য পাঠানো। এক ধরনের শাস্তি।
অরণ্য- গাছপালায় ভরা বন জঙ্গল।
জনপ্রাণী- মানুষ ও অন্যান্য প্রাণী
খেয়াল- ইচ্ছে
উজির- মন্ত্রী
নাজির- রাজার কর্মচারী
পাইক- লাঠিয়াল। পেয়াদা।
বরকন্দাজ- যে সেপাইয়ের সঙ্গে বন্দুক থাকে।
জিরিয়ে-বিশ্রাম করে।
বেজায়- খুব বেশি।
বিস্বাদ- কোনো স্বাদ নেই।
প্রচণ্ড-ভয়ানক।
হাওদা- হাতির পিঠে বসার আসন।


আমাদের এই দেশ

পূর্বদেশ- পূর্ব দিকে আছে এমন দেশ।
প্রিয়- পছন্দ করা হয় এমন।
আপন- নিজ।
কবি- যিনি কবিতা লেখেন।
বীর- বলবান ও সাহসী।
স্বাধীন- মুক্ত।
জন- সাধারণ মানুষ।

No comments:

Post a Comment