Friday, January 4, 2013

তৃতীয় শেণি শব্দার্থ-০২

ভাষা শহিদদের কথা

বসন্তকাল- বাংলাদেশের একটি ঋতু।
থমথমে- বিপদের ভয়ে নীরব অবস্থা।
মিছিল- শোভাযাত্রা।
টগবগে- গরম হয়ে ওঠা, রাগে উত্তেজিত হয়ে ওঠা।
বেপরোয়া- ভয়হীন । কোনো বাধা নিষেধ মানে না এমন।
হাসপাতাল- চিকিৎসালয়।
ব্যবসায়- কারবার। বাণিজ্য।
কৃষিকাজ- চাষের কাজ, চাষাবাদ।
অসুস্থ- সুস্থ নয়। রুগ্‌ণ। পীড়িত।
মাতৃভাষা- মায়ের মুখ থেকে শিশু যে ভাষা শেখে।
আত্নত্যাগ- নিজের প্রাণ উৎসর্গ করা।
অমর- যার মৃত্যু নেই। চিরদিনের জন্য স্বরণীয়।

চল্‌ চল্‌ চল্‌

ঊর্ধ্ব- ওপরের দিক।
গগন- আকাশ।
মাদল- ঢোলের মতো বাদ্যযন্ত্র।
নিম্নে-নিচে।
উতলা- ব্যাকুল। অস্থির।
ধরণী-পৃথিবী।
অরুণ- সকালের সুর্য।
প্রাতে- সকালে।
উষা- ভোরবেলা।
প্রভাত- সকাল।
টুটাব- ভাঙব। দূর করব।
তিমির- অন্ধকার।
বিন্ধ্যাচল- বিন্ধ্য পর্বত।
নবীন- নতুন।
সজীব- সতেজ। জীবন্ত।
শ্মশান- মৃতদেহ পোড়ানোর স্থান।

No comments:

Post a Comment