Friday, January 4, 2013

তৃতীয় শ্রেণি শব্দার্থ-০৫

পাখপাখালির কথা

পাখপাখালি- ছোট বড় নানা জাতের পাখি।
গাছগাছালি- নানা ধরনের গাছ ও লতা।
প্রতিবেশী- পড়শি। কাছাকাছি বসবাস করে যারা।
পালক- পাখির শরীর বা পাখার আবরণ।
প্রতিবাদ- আপত্তি, বিরোধিতা।
পোঁচ- মাখানো, লেপা।
ছোপ- দাগ। রং।
লড়াকু- যোদ্ধা। যুদ্ধ করতে দক্ষ।
ঝুঁটি- খোঁপা। মাথার ওপরে গোছা করে বাঁধা চুল।
শখ- পছন্দ। আগ্রহ।
ঝাঁক- দল। পাল।
তাঁতি- (কাপড়) বোনে যে।
ঝলক- ঢেউ। তরঙ্গ।
ঝলমল- উজ্জ্বল। চকচকে।

আমাদের গ্রাম

সেথা- সেখানে।
পাঠশালা- বিদ্যালয়।
কিরণ- আলো।
আত্নীয়- আপনজন।
হেন- এরূপ। এরকম।

কানামাছি ভোঁ ভোঁ

গ্রীষ্ম- গরমের কাল।
মিছেমিছি- কোনো কারণ ছাড়া, খামোখা।
বনভোজন- চড়ুইভাতি।
ঝাঁক- পাখি, মাছ, মাছি ইত্যাদির দল।
ছড়া- এক ধরনের ছোট কবিতা।
শৈশব- ছোটবেলা, শিশুকাল।
জোছনা- চাঁদের আলো।

2 comments:

  1. লরাকু পাখির উদাহরন কি

    ReplyDelete
  2. রেলপথ শব্দের অর্থ কি হবে?

    ReplyDelete