Thursday, January 10, 2013

পঞ্চম বাংলা শব্দার্থ-০১

এই দেশ এই মানুষ

সৌভাগ্য- ভালো ভাগ্য।
সীমান্ত- শেষ প্রান্ত।
সংখ্যাগরিষ্ঠ- সংখ্যায় সবচেয়ে বেশি এমন।
দৈনন্দিন- প্রতিদিনের।
বৈচিত্র্য- বিভিন্নতা।
সুখ্যাতি- সুনাম, প্রশংসা।
বেলাভুমি-সমুদ্রের তীরে বালুময় স্থান।
প্রান্তর- মাঠ, জনবসতি নেই এমন বিস্তীর্ণ স্থান।
স্বজন- নিজের লোক, আত্নীয়, বন্ধুবান্ধব।
সার্থক-সফল।
জনপদ- লোকজনের বসতি রয়েছে এমন জায়গা।

ফেব্রুয়ারির গান


মগ্ধ- বিমোহিত, আনন্দিত।
ঊর্মি- নদী ও সাগরের ঢেউ।
ঊর্মিমালা- ঢেউসমূহ, ঢেউগুলো।
স্রোতস্বিনী- নদী।
সমুদ্দুর- সমুদ্র, সাগর।
বাহার- সৌন্দর্য।
স্বর্ণলতা- সোনালি রঙের বুনো লতা।
প্রতিধ্বনি- বাতাসের ধাক্কায় ধ্বনির পুনরায় ফিরে আসাকে প্রতিধ্বনি বলে।

 

No comments:

Post a Comment