আমার বিদ্যালয়
A digital school for kids
Friday, September 2, 2016
The crow.
The crow is an ugly black bird.It has sharp beak, two eyes and two legs. Its voice is very harsh.It steal food from our kitchen. It help us by eating dirty things from our environment.
Healthy Foods
The foods which are helpful for our body, mind and health and help to prevent all diseases are called heathy foods. It is included protein, carbohydrates,fat, water, vitamins and minerals. Nutrition is important for everyone. Healthy foods keep our body fit and healthy. We should always eat healthy foods.
My family
I have a family consisting of four members. My father's name is..... who works in a bank and my mother's name is... who is a housewife. I have only one younger sister whose name is..... My mother always takes care of me and my sister very well. My father helps me with my studies.
Friday, February 1, 2013
তৃতীয় শ্রেণি-বাংলা পৃ-১৭ ৪নং
৪।
ক. সূর্য ওঠার পূর্বদেশ কোনটি?
উ: সূর্য ওঠার পূর্বদেশ বাংলাদেশ।
খ. কোন দেশ বীরের দেশ?
উ: বাংলাদেশ বীরের দেশ।
গ. কোন দেশ নদীর দেশ?
উ: বাংলাদেশ নদীর দেশ।
ঘ. কে মাতৃভাষা শেখালেন?
উ: মা মাতৃভাষা শেখালেন।
ঙ. মায়ের ভাষাকে মিষ্টি বলা হয়েছে কেন?
উ: মা মায়ের ভাষা শিখিয়েছেন। তাই মায়ের ভাষাকে মিষ্টি বলা হয়েছে।
তৃতীয় শ্রেণি-বাংলা পৃ-১৩ ৫নং
ক. শিমুল বকুল পারুল- এদের পরিচয় কী?
উ: শিমুল, বকুল ও পারুলের পরিচয়-এরা রাজার মেয়ে।
খ. মেয়েদের কাছে রাজার প্রশ্নটা কী ছিল?
উ: মেয়েদের কাছে রাজার প্রশ্নটা ছিল, 'কে তাকে কী রকম ভালোবাসে?'
গ. শিমুল ও বকুলের উত্তর শুনে রাজার কেমন লাগল?
উ: শিমুল ও বকুলের উত্তর শুনে রাজার খুশি হয়ে মুচকি হাসল।
ঘ. তোমাকে আমি নুনের মতো ভালোবাসি। একথা কে বলেছিল?
উ: তোমাকে আমি নুনের মতো ভালোবাসি। একথা পারুল বলেছিল।
ঙ. রাজা ছোট কন্যাকে কী করলেন?
উ: রাজা ছোট কন্যাকে বনবাসে পাঠালেন।
চ. বনে রাজার মেয়েকে কারা ফলমূল এনে দিল?
উ: বনে রাজার মেয়েকে পরীরা ফলমূল এনে দিয়েছিল।
ছ. রাজা কেন বনে গিয়েছিলেন?
উ: রাজা বনে গিয়েছিলেন শিকার করার জন্যে।
জ. রাজার খাবার ব্যবস্থা করল কে?
উ: রাজার খাবারের ব্যবস্থা করল রাজার ছোট মেয়ে পারুল।
ঝ. খাবার মুখে দিয়ে রাজা রাগ করলেন কেন?
উ: খাবার মুখে দিয়ে রাজা রাগ করলেন। কারণ খাবার বিস্বাদ হয়েছে।
ঞ. তিনি কীভাবে নিজের ভুল বুঝতে পারলেন?
উ: নুন ছাড়া খাবার খেয়ে তিনি নিজের ভুল বুঝতে পারলেন।
ট. রাজার রাজ্যে আবার সুখ এলো কেন?
উ: পারুল বনবাস থেকে ফিরে আসায় রাজার রাজ্যে আবার সুখ ফিরে এলো।
তৃতীয় শ্রেণি-বাংলা পৃ-১৩, ৬নং
ক. কার উত্তর শুনে রাজার মুখ কালো হয়ে গেল?
উত্তর: পারুলের উত্তর শুনে রাজার মুখ কালো হয়ে গেল।
খ. রাজা কী হুকুম দিলেন?
উত্তর: রাজা পারুলকে বনবাসে পাঠাতে হুকুম দিলেন।
গ. বনবাস বলতে কী বোঝায়?
উত্তর: বনবাস বলতে বনে বাস করাকে বোঝায়।
ঘ. পারুলের সঙ্গে দেখা করতে কারা এলো?
উত্তর: পারুলের সঙ্গে দেখা করতে বনের পশু-পাখিরা এলো।
ঙ. পারুল রাজ্যে ফিরে আসায় কারা খুশি হলো?
উত্তর: পারুল রাজ্যে ফিরে আসায় রাজ্যের সবাই খুশি হলো।
চ. তোমার জানা কয়টি ফুলের নাম লিখ।
উত্তর: আমার জানা কয়টি ফুলের নাম হল: গোলাপ, জবা, শাপলা, শিমুল ও রজনীগন্ধা ফুল।
ছ. কী না দেওয়ায় খাবার বিস্বাদ হয়েছিল?
উত্তর: নুন না দেওয়ায় খাবার বিস্বাদ হয়েছিল।