Thursday, January 10, 2013

Class Five: A poem- I wanted to Do

I Wanted to Do
-Richard Le Gallienne

I meant to do my work today-
But a brown bird sang in the apple-tree,
And a butterfly flitted across the field,
And all the leaves were calling me.

And the wind sighing over the land,
Tossing the grasses to and fro,
And a rainbow held out its shining hand-
So what could I do but laugh and go?

Class Five: Some Rhymes

Some Rhymes
 
Ding Dong Bell
Pussy's in the well.
Who put her in?
Little Tommy thin.
Who put her out?
Little Tommy stout.

Class Three: A poem- My Mother

My Mother
 
I know a face,
A lovely face
So full of beauty,
As of grace.
 
That face can be
Compared to no other
That lovely lady
Is my beloved mother.

Class Three: Poem- Homes

Homes
 
A bird lives in a nest,
A snake in a hole.
We live in a house,
A goldfish in a bowl.
 

Class Three: Rhyme- Days of months

Days of months
 
Thirty days has September,
April, June and November.
All the rest have thirty-one,
Not February, it's a different one.
It has twenty-eight, that's fine,
A Leap Year makes it twenty-nine.

Class Three Rhyme-Days and months

Days of the week
 
Sunday, Monday, Tuesday too,
Wednesday, Thursday just for you,
Friday, Saturday, that's the end.
Now let's say those days again!
 
Every Week
 
Every week has seven days,
See how many your friends can say
Sunday, Monday, Tuesday, Wednesday,
Thursday
Friday and Saturday
What is the day today?

Class Three: Rhyme- Hickety Pickety

Hickety Pickety

Hickety Pickety, my black hen,
She lays eggs for gentlemen;
Sometimes nine and sometimes ten,
Hickety Pickety, my black hen.

পঞ্চম বাংলা শব্দার্থ-০১

এই দেশ এই মানুষ

সৌভাগ্য- ভালো ভাগ্য।
সীমান্ত- শেষ প্রান্ত।
সংখ্যাগরিষ্ঠ- সংখ্যায় সবচেয়ে বেশি এমন।
দৈনন্দিন- প্রতিদিনের।
বৈচিত্র্য- বিভিন্নতা।
সুখ্যাতি- সুনাম, প্রশংসা।
বেলাভুমি-সমুদ্রের তীরে বালুময় স্থান।
প্রান্তর- মাঠ, জনবসতি নেই এমন বিস্তীর্ণ স্থান।
স্বজন- নিজের লোক, আত্নীয়, বন্ধুবান্ধব।
সার্থক-সফল।
জনপদ- লোকজনের বসতি রয়েছে এমন জায়গা।

ফেব্রুয়ারির গান

Sunday, January 6, 2013

Class three A rhyme: Cries of animals

Cries of animals


A lion roars.
A cock crows.

A tiger growls.
A jackal howls.


A goat bleats.
A horse neighs.

A cow moos.
A pigeon coos.

A hen clucks.
A hyena laughs.

Class Three A rhyme: A tailor, a cobbler, a policeman

A tailor, a cobbler, a policeman


I am a tailor,
I make clothes;
Stitch, stitch, stitch
My needle goes.

I am a cobbler,
I mend shoes;
Rat-tat-tat
And it's just like new.

I am a traffic policeman
I stand just so,
Telling cars to stop,
Telling cars to go.

Class Three A poem: Cocks crow

Cocks crow

Cocks crow in the morn
To tell us to rise,
And he who lies late
Will never be wise.

For early to bed
And early to rise,
Is the way to be healthy
And wealthy and wise.

Class Three A rhyme Tea-pot

Tea-pot

I am a little tea-pot,
Short and stout
This is my handle,
And this is my spout.
When the water's boiling,
Hear me shout:
"Just lift me up
And pour me out."

Friday, January 4, 2013

তৃতীয় শ্রেণি শব্দার্থ-০৭

ঘুড়ি

গোধুলি- সূর্য ডোবার সময়।
হোঁচট- চলার সময় পা আটকে যাওয়া।
চাল-কৌশল।

স্টিমারের সিটি

ভ্রমণ- বেড়ানো।
অভিজ্ঞতা- দেখা ও জানার মাধ্যমে লাভ করা জ্ঞান।
প্রশস্ত- চওড়া । প্রসারিত। বিস্তৃত।

তৃতীয় শ্রেণি শব্দার্থ-০৬

আদর্শ ছেলে

আদর্শ-অনুসরণীয়। মেনে চলার যোগ্য।
কবে- কখন।
বল - শক্তি।
তেজ- শক্তি। জোর।
পণ- প্রতিজ্ঞা। শপথ।
চেতনা- জ্ঞান। বোধ।
খাটা- পরিশ্রম করা।
কল্যাণ-মঙ্গল। ভালো।

একজন পটুয়ার কথা

তৃতীয় শ্রেণি শব্দার্থ-০৫

পাখপাখালির কথা

পাখপাখালি- ছোট বড় নানা জাতের পাখি।
গাছগাছালি- নানা ধরনের গাছ ও লতা।
প্রতিবেশী- পড়শি। কাছাকাছি বসবাস করে যারা।
পালক- পাখির শরীর বা পাখার আবরণ।
প্রতিবাদ- আপত্তি, বিরোধিতা।
পোঁচ- মাখানো, লেপা।
ছোপ- দাগ। রং।
লড়াকু- যোদ্ধা। যুদ্ধ করতে দক্ষ।
ঝুঁটি- খোঁপা। মাথার ওপরে গোছা করে বাঁধা চুল।
শখ- পছন্দ। আগ্রহ।
ঝাঁক- দল। পাল।
তাঁতি- (কাপড়) বোনে যে।
ঝলক- ঢেউ। তরঙ্গ।
ঝলমল- উজ্জ্বল। চকচকে।

আমাদের গ্রাম

তৃতীয় শ্রেণি শব্দার্থ-০৪

তালগাছ

সাধ- ইচ্ছা।
থ্থর- থর থর।
পত্তর- পাতা।
ফেরে- ফিরে আসা।
ফেরে তার মনটি- তার ইচ্ছে বদলে যায়।
আরবার- আরেক বার।


একাই একটি দুর্গ

অধিনায়ক- দলপতি। দলনেতা।
পরিখা- শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্যে মাটির মধ্যে তৈরি গর্ত।
স্বস্তি- চিন্তা থেকে মুক্তি।
ঈশান কোণ- উত্তর ও পূর্ব দিকের মাঝামাঝি কোণ।
নির্বিঘ্নে- নিরাপদে। বাধাহীনভাবে।

তৃতীয় শ্রেণি শব্দার্থ-০৩

স্বাধীনতা দিবসকে ঘিরে

স্বাধীনতা- বাধাহীনতা, মুক্তি।
পিরিয়ড- বেঁধে দেওয়া সময়।
পরিষ্কার- সাফ।
অপেক্ষা- প্রতীক্ষা। সবুর।
যত্ন- সেবা। আদর।
আর্টবোর্ড- ছবি আঁকার শক্ত কাগজ।

তৃতীয় শেণি শব্দার্থ-০২

ভাষা শহিদদের কথা

বসন্তকাল- বাংলাদেশের একটি ঋতু।
থমথমে- বিপদের ভয়ে নীরব অবস্থা।
মিছিল- শোভাযাত্রা।
টগবগে- গরম হয়ে ওঠা, রাগে উত্তেজিত হয়ে ওঠা।
বেপরোয়া- ভয়হীন । কোনো বাধা নিষেধ মানে না এমন।
হাসপাতাল- চিকিৎসালয়।
ব্যবসায়- কারবার। বাণিজ্য।
কৃষিকাজ- চাষের কাজ, চাষাবাদ।

তৃতীয় শেণি শব্দার্থ-০১

হাটে যাব

নিঘাটা-যেখানে ঘাট নেই
কড়ি নেই কড়া নেই- টাকাপয়সা নেই

রাজা ও তাঁর তিন কন্যা

জবাব- উত্তর
হাসির রেখা- হাসির চিহ্ন